ভোরবেলায় নদীর ঘাটে হাজার হাজার শিক্ষার্থী যা করছে

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৭:৪৮ অপরাহ্ন   |   জনদুর্ভোগ




বিহারের পটনা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি নদীর ঘাটে শনিবার ভোরে হাজার হাজার শিক্ষার্থীকে কলম, বই ও খাতা হাতে নিয়ে উপস্থিত হতে দেখা গেছে।

টুইটারে সংবাদ সংস্থা এএনআই এর শেয়ার করা একটি ছবিতে এ দৃশ্য দেখা যায়।

এনডিটিভি জানায়, এসকে ঝাঁ একজন প্রকৌশলী; যিনি হাজার হাজার সরকারি চাকরি প্রত্যাশীদের প্রশিক্ষণ দিচ্ছেন। ওই সব শিক্ষার্থীদের বিনামূল্যে রেলওয়ে এবং শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) এর চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত করতে সাহায্য করছেন৷

এএনআইকে তিনি বলেন, ‘আমরা শনি ও রোববার সকাল ৬টায় পরীক্ষার আয়োজন করি। প্রতি সপ্তাহে প্রায় ১২-১৪ হাজার শিক্ষার্থী আসে। আমি গত ২ মাস ধরে এটি বিনামূল্যে করছি।’

তার দল রাজ্যের বেকারত্বকে নির্মূল করার লক্ষ্যে শিক্ষার্থীদের সহায়তা করছেন জানিয়ে এসকে ঝাঁ বলেন, এ ধরনের উদ্যোগের পিছনে একমাত্র কারণ বেকারত্ব। আমরা মূলত বেকারত্বকে নির্মূল করার চেষ্টা করছি। আমরা সবাই শিক্ষার্থী ও শিক্ষক প্রতিদিন সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাচ্ছি। ৩০-৩৫ জনের একটি দল শিক্ষার্থীদের জন্য পুরো সপ্তাহ ধরে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কাজ করে।

গত মার্চ মাসে ভারতে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে। তবে একই সময়ে বিহারে বেকারত্বের হার ছিল ১৪.৪ শতাংশ, যা জাতীয় গড় থেকে প্রায় দ্বিগুণ। ২০২১ সালের ডিসেম্বরে বিহারে বেকারত্বের হার ছিল ১৬ শতাংশ। যা একটি রাজ্যের জন্য সত্যিই ভয়াবহ বিষয়। এটি ২০২২ এর জানুয়ারিতে ১৩.৩ শতাংশে নেমে এসেছিল তবে ফেব্রয়ারিতে আবার বেকাত্ব বেড়ে ১৪ শতাংশ হয়।