বুস্টার ডোজের অ্যান্টিবডি বাড়ার সংবাদ নতুন আশার সঞ্চার করেছে

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ০৪:১৮ অপরাহ্ন   |   সম্পাদকের কথা


(এহছান খান পাঠান):
করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের বিকল্প এখনও আসেনি। বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিনেশন।  করোনা প্রতিরোধে যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তা নিয়ে এখন চলছে গবেষণা।
করোনা প্রতিরোধে বুস্টার ডোজের অ্যান্টিবডি বাড়ার সংবাদ নিশ্চয় চিকিৎসা বিজ্ঞানে নতুন আশার সঞ্চার করেছে। বুস্টার ডোজ নেওয়ার ১৫ দিন পর গবেষকেরা তাদের অ্যান্টিবডি পরীক্ষা করেন। গবেষণার ফলাফল গবেষকদের রীতিমতো আশাবাদী করে তোলে। যারা জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন, তাদের একই ধরনের টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি চার গুণ বেড়েছে। ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি বেড়েছে ৩৫ গুণ। আর মডার্নার টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি বেড়েছে ৭৬ গুণ।