দুদকের পরিচালক জুলফিকার আলী আর নেই

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০২:০১ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার



ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

বুধবার (৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মহাখালীর ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


 
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, পরিচালক মো. জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন।

তার গ্রামের বাড়ি ময়মনসিংহ। জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে ১৯৯৫ সালে যোগদান করেন। ২০০৭ সালে উপ পরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি এক ছেলেও এক কন্যা রেখে গেছেন।

জুলফিকার আলীর নামাজের জানাজা দুদক প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১১টায়  অনুষ্ঠিত হবে।

মিডিয়া কর্নার এর আরও খবর: