জবি ডিবেটিং সোসাইটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:০২ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার


অশ্রু মল্লিক ( জগন্নাথ বিশ্ববিদ্যালয়) : 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির (জেএনইউডিএস) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এসময় তার নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সংগঠনটির রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং পরে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, ডিবেটিং সোসাইটির মডারেটর মো. মেফতাহুল হাসান, প্রক্টর ড. মোস্তফা কামাল, ডিবেটিং সোসাইটির সদস্য এবং অন্যান্য শিক্ষার্থীরা।

ডিবেটিং সোসাইটির মডারেটর মো. মেফতাহুল হাসান বলেন, উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার চেষ্টায় সুন্দরভাবে সবকিছু হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকেই ‘বিতর্কে শানিত চৈতন্য’ স্লোগান সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি বিতার্কিকদের মুক্তচিন্তা প্রসার ও সুস্থ ধারার বিতর্ক চর্চায় সচেষ্ট রয়েছে।

মিডিয়া কর্নার এর আরও খবর: