সুস্থ থাকতে চাই একটু সচেতনতা

মোঃ সৈকত আকবর:
সেফটি পিন বহুল পরিচিত শব্দ। অসচেতনতার ফলে পথে ও ঘাটে পরে থাকতে দেখা যায়। এতে পথচারীদের পায়ে বিদ্ধ হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
পিন ধাতব খন্ড রাস্তায় পরে থাকতে থাকতে এক সময় বিষাক্ত উপাদানের সাথে বিক্রিয়া করে তৈরি হয় মারণাস্ত্রে।রাস্তায় চলাচলে শিশু কিশোর - কিশোরী, বৃদ্ধ সহ সকল বয়সের মানুষ হতে পারে এর শিকার। হঠাৎ করেই পায়ে বিদ্ধ হলে ইনফেকশন করে ক্যান্সার, পচন, ভাইরাস আক্রান্ত হতে পারে। তাৎক্ষণিক চিকিৎসা না করা হলে অনেক সময় অঙ্গহানি করতে দেখা যায়। হত দরিদ্র পরিবারের লোকজন চিকিৎসার ব্যয় নির্বাহ করায় সহায় সম্বলহীন হয়ে পরে।
রাস্তায় অনেক সময় কুকুর বিড়াল সহ গোবাদি পশুর শরীরে ও মুখে বিদ্ধ হয়ে অমানবিক অবস্থা তৈরি হয়।
তাই আসুন একটু সচেতন হয়ে সেফটি পিনের যথাযথ ব্যবহার করি। সুস্থ থাকতে চাই একটু সচেতনতা।
(মোঃ সৈকত আকবর : শিক্ষার্থী , সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর)