বাহরাইন যাচ্ছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৯:৪২ অপরাহ্ন   |   পুলিশ প্রশাসন



লিঙ্গ সমতা (জেন্ডার ইকুয়ালিটি) সেমিনারে যোগ দিতে বাহরাইন যাচ্ছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এই সেমিনারে অংশ নেবেন তিনি।


বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন হাবিবুর রহমান। এদিন তিনি বাহরাইনের রাজধানী মানামাই অনুষ্ঠিত সেমিনারে যোগ দেবেন।



চলতি মাসের ১০ তারিখে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশ প্রধান হন।


২০১৯ সালের ১৬ মে হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি পুলিশ সদরদপ্তরের ডিআইজির (প্রশাসন) দায়িত্ব পালন করছিলেন।


অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন ‘উত্তরণ ফাউন্ডেশন’। বর্তমানে সাভার ছাড়াও মুন্সিগঞ্জ, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ ও সিংড়া এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।


এই পুলিশ কর্মকর্তা ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন।



পুলিশ প্রশাসন এর আরও খবর: