নিউমার্কেট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন তাই করা হচ্ছে: পুলিশ

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৬:১২ অপরাহ্ন   |   পুলিশ প্রশাসন


রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা-যা প্রয়োজন পুলিশ তাই করেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিএমপির নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ।


তিনি বলেন, বর্তমানে এই এলাকার পরিস্থিতি শান্ত স্বাভাবিক রয়েছে। ছাত্ররা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে ফিরে গেছেন, পাশাপাশি ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলেছি। পরিস্থিতি শান্ত রাখতে যা-যা করণীয় পুলিশ সব করেছে। এতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়সহ সবাই আমাদের সহযোগিতা করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অল্প অল্প করে ব্যবসা প্রতিষ্ঠান গুলোও খুলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে সব দোকানপাট খুলে স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা মনে করি। তবে ব্যবসায়ীদের মার্কেট খোলার সিদ্ধান্ত পুলিশ দেয়নি। স্ব-স্ব মার্কেটের মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা মার্কেট খুলেছেন বলে জানান তিনি।

পুলিশ প্রশাসন এর আরও খবর: