লিচু দিয়ে করুন রূপচর্চা!

 প্রকাশ: ১২ মে ২০২২, ০৪:৩০ অপরাহ্ন   |   লাইফস্টাইল



রূপচর্চায় আম, কলা, পেঁপের কথা সবাই জানি। তবে জানেন কি ছোট্ট সুন্দর ফল লিচুও কিন্তু বেশ এগিয়ে এই তালিকায়।


লিচু খেতে ভালোবাসেন, এখন থেকে ত্বকেও ব্যবহার করুন। কারণ: 
•    এতে করে ত্বকের কালচে দাগ-ছোপ দূর হয়
•    ত্বকের বলিরেখা দূর করে 
•    রোদে পোড়া ত্বকের ট্যান দূর হয়
•    ত্বকের শুষ্কতা দূর করে, সজীব রাখে 
•    বয়সের ছাপ পড়তে দেয় না 
•    ত্বক উজ্জ্বল করে 
•    সপ্তাহে তিন দিন ৪-৫টি করে লিচু চটকে ত্বকে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

বাজারে এখন প্রচুর লিচু পাওয়া যাচ্ছে। মাত্র কয়েকদিন থাকে এই উপকারী ফলটি, তাই উপকার পেতে আজ থেকেই নিয়মিত খান (খালি পেটে নয়) ও ত্বকে ব্যবহার করুন।