আধুনিক নগর গড়তে একসঙ্গে কাজ করবে ঢাকা-ইস্তাম্বুল

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২২, ০৩:২২ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম ইস্তাম্বুলের মেয়র ইক্রেম ইমামওলুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


শনিবার (২০ আগস্ট) ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জানায়, সাক্ষাতকালে উভয়ে বাংলাদেশ-তুরস্কের মধ্যকার বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।



মেয়র ইক্রেম ইমামওলু ঢাকা সিটি করপোরেশন ও ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউন্যাসিপালিটির মধ্যে নাগরিক সেবা, পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য-ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির প্রস্তাবনা দেন।


তিনি কনসাল জেনারেলের মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে ইস্তাম্বুল সফরের আমন্ত্রণ জানান। জবাবে কনসাল জেনারেল নূরে-আলম মেয়র ইমামওলুকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের নিমন্ত্রণ জানান। কনসাল জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন-সংগ্রাম ও কীর্তিকে ইস্তাম্বুলে আরও বড় পরিসরে পরিচিত করিয়ে দেওয়ার জন্য মেয়রের সহযোগিতা কামনা করেন।


মেয়র ইক্রেম ইমামওলু বলেন, দু’দেশের জনগণের মধ্যে ভ্রাতৃপ্রতিম ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


কনসাল জেনারেল নূরে-আলম মেয়রকে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশীকাঁথা উপহার দেন।



আন্তর্জাতিক এর আরও খবর: