রমজানকে সামনে রেখে সরকার বাজার ব্যবস্থা সহনশীল করার চেষ্টায় থাকবে

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক



রমজানকে সামনে রেখে বাজার ব্যবস্থা সহনশীল রাখার জন্য সরকার চেষ্টায় থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।



শনিবার (২৩ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাভাতা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সেখ বশির উদ্দিন বলেন, আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে পারি। চাহিদা এবং যোগানের বিষয়টা এটাকে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি এর সহযোগিতা এবং দোয়া কামনা করছি।



দেশে চিনি তেল ও পেঁয়াজের দাম কমেছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আপনাদের সবার সহযোগিতায় আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম ও তেলের দাম কিছুটা কমে আসছে।

এ সময় বিগত সরকারের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আজকে আমরা জানি আমাদের দেশে বিগত পনেরো বছরে যে একটি ক্রিমিনালাইজেশনের সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্তি ছিল। একটা ভীতসন্ত্রস্ত ছিল।



‘আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর, ব্যবসা ব্যাংকিং হোক সাংবাদিকতা হোক… আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে এমন একটা অবস্থা থেকে ছাত্র জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার সংগঠিত হয়েছে।’

তিনি বলেন, উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজে কীভাবে আমরা রূপান্তরিত করতে পারি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

আন্তর্জাতিক এর আরও খবর: