সর্বদলীয় সরকার গড়তে বিরোধী দলকে আমন্ত্রণ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

 প্রকাশ: ১৬ মে ২০২২, ০৪:৪৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক



সর্বদলীয় সরকার গড়তে বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ও ইউনাইটেড ন্যাশনাল পার্টি- ইউএনপি নেতা রনিল বিক্রমাসিংহে। চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং এ থেকে উত্তরণে যেসব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে তা সম্পর্কে জানাতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। টেকসই অর্থনীতি গড়তে এক সাথে কাজ করতে সব পক্ষকে আহবান জানান তিনি। অন্যদিকে শ্রীলঙ্কায় নতুন সরকার গঠনে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে সমর্থন দেবেন শ্রীলঙ্কান ফ্রিডম পার্টির নেতা, সাবেক রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এই কথা জানান সিরিসেনা। এছাড়া প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।

আন্তর্জাতিক এর আরও খবর: