রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে আচাকজাইকে সমর্থন দেবে পিটিআই

 প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০১:২৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক



ইমরান খানের দল পিটিআই এর সমর্থনে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) শনিবার পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টি (পিকেএমএপি) প্রধান মাহমুদ খান আচাকজাইকে তাদের রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করেছে।


তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির বিরুদ্ধে পাকিস্তানের শীর্ষ সাংবিধানিক পদেী জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।



আচাকজাই বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ-কাম-চমনের এনএ-২৬৬ আসন থেকে জাতীয় পরিষদের আসনে জয়ী হয়েছেন।


পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ৯ মার্চ দেশটিতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। খবর জিউ নিউজ


বর্তমান রাষ্ট্রপতি ড. আরিফ আলভি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করলেও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্বাচিত প্রতিনিধিদের অনুপস্থিতিতে তিনি এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১৮ সালের আগস্টে ইমরান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পরের মাসে পিটিআই মনোনীত প্রার্থী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত তিনি।