ফেন্টানিল পাচার নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

উচ্চ আসক্তিযুক্ত অবৈধ্য ফেন্টানিলের উত্পাদন ও কারবার রোধ করতে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও চীন। দ্বিপক্ষীয় সম্পর্কে তিক্ততা শুরু হওয়ার পর এটি দুদেশের সহযোগিতার প্রথম কোনো ইঙ্গিত।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার জেন দাসকালের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল বেইজিংয়ে পৌঁছালে আলোচনা শুরু হয়। খবর আল জাজিরার
গেল নভেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফেন্টানিল তৈরির রাসায়নিক উৎপাদনকারী কোম্পানিগুলোর লাগাম টানতে এবং বাণিজ্যে অর্থায়ন কমাতে আরও বেশি সহযোগিতায় সম্মত হন।
ফেন্টানিল উচ্চ আসক্তিযুক্ত সিনথেটিক উপাদান, যা হেরোইনের চেয়ে ৫০ গুণ শক্তিশালী। যুক্তরাষ্ট্র বলছে, মেক্সিকোতে মাদকচক্রগুলোর ফেন্টানিল সংশ্লেষে ব্যবহৃত রাসায়নিকের প্রাথমিক উৎস হলো চীন। তবে চীন যুক্তরাষ্ট্রের দাবি অস্বীকার করেছে।