গজারিয়ায় কথিত হলুদ সাংবাদিক জসিম উদ্দিন গ্রেফতার

মো: নয়ন দেওয়ান (গজারিয়া, মুন্সীগঞ্জ) :
গজারিয়ায় কথিত হলুদ সাংবাদিক জসিম উদ্দীন সাইবার অপরাধ আইনের মামলায় গ্রেফতার হয়েছে।
জানা যায় গজারিয়ার কথিত ভূয়া সাংবাদিক জসিম উদ্দিন ও গংদের বিরুদ্ধে সাইবার অপরাধ মামলায় সাইবার অপরাধ আইনের আওতায় আসামি গং দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে আজ ১৪ অক্টোবর সকালে মুন্সীগঞ্জ জেলা সাইবার ট্রাইবুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে মহামন্য আদালত তার জামিন আবেদন নামন্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন।মামলা নং ৬১৬/২১ইং বাদী আসাদ উল্লাহ। আরো জানা যায় অনিবন্ধতিত নিউজ পোর্টালের মাধ্যমে মানহীনর জন্য আসাদ উল্লাহ মামলাটি করেন।
কথিত হলুদ সাংবাদিক জসিম উদ্দীন গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন গজারিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।