মুকসুদপুরের খান্দারপাড় বাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন   |   সারাদেশ


গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় বাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল শনিবার সকাল ১০ টায় খান্দারপাড় বাজারে  ঘর মালিক ও এলাকার সাধারন জনগণ এ মানববন্ধনে অংশ নেন। খান্দারপাড় বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ আলম লস্কার মানববন্ধনে জানান, আবু জাহিদ সেন্টু মিয়া বাজার সংলগ্ন পুকুর হতে বালু উত্তোলন করে বাজারের পুর্বে পাশে নিচু জমি ভরাট করছেন। এতে করে পুকুরের পাড়ে অবস্থিত সরকারী হাসপাতাল, মসজিদ,মন্দির এবং বেশ কিছু দোকান ঘর ভেঙ্গে পড়ার  সম্ভাবনা রয়েছে। তিনি বাজারের সরকারী হাসপাতাল,মসজিদ,মন্দির এবং ব্যবসায়ীসহ এলাকার সর্ব সাধারনের বিষয়টি বিবেচনা করে বালু উত্তোলন দ্রুত বন্ধের জন্য মুকসুদপুর উপজেলা প্রশাসন ও  গোপালগঞ্জ জেলা প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে এ্যাডঃ আবু জাহিদ সেন্টু মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, খান্দারপাড় বাজার উন্নয়নের স্বার্থে এবং এলাকার বেকার লোকজনের কর্মসংস্থানের লক্ষে আমাদের ব্যক্তিগত খান্দারপাড় বাজারের পূর্ব পাশে নিচু জমি ভরাট করে নতুন দোকান ঘর করার উদ্দেশ্যে বাজার পশ্চিশ পাশের ব্যক্তিগত পুকুর হতে বালু ও মাটি উত্তোলন করে ওই জমি ভরাট করছি। এতে একদিকে যেমন বাজার সম্প্রসারিত হবে এবং অপরদিকে সাধারন মানুষ উপকৃত হবে। এতে হাসপাতাল,মসজিদ,মন্দির এবং বাজারের দোকান ঘরের কোন ক্ষতি হবেনা বলে তিনি জানান।