সালথায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা

 প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০৮:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ



জাকির হোসেন, সালথা (ফরিদপুর) : 

ফরিদপুরের সালথায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (২৬ মার্চ) বিকালে সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগ, সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া,  সালথা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুজ্জামান। এছাড়া অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সালথা সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এর পরে একে একে উপস্থিত সকলকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।