দোহার উপজেলা পরিষদকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী হস্তান্তর

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৫:০১ অপরাহ্ন   |   সারাদেশ


নাজনীন শিকদার (দোহার-নবাবগঞ্জ) : 
ঢাকার দোহার উপজেলা পরিষদকে ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদের সভা কক্ষে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  মো. মাহবুবুর রহমান এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের নিকট হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ নাঈম, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল,নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী প্রমুখ।