ভালুকায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ও সনদ বিতরণ
আদ্রিয়া রুম্পা (ভালুকা , ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মান উন্নয়নের লক্ষে দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২২ অক্টোবর ) সকালে ভালুকা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাব সভাপতি একুশে টেলিভিশনের ভালুকা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক ইত্তেফাক এর সাবেক সহ সম্পাদক ও দ্যা ডেইলি অবজারভার এর সিনিয়র সহ সম্পাদক আবদুল্লাহ নুহু এবং গ্লোবাল টেলিভিশনের চিত্র সম্পাদক মো: মানিক মিয়া।
প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির ভালুকা প্রতিনিধি কামরুল ইসলাম, ভালুকা উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: মমিনুল ইসলাম মুমিন, দ্যা এশিয়ান এজ এর উপজেলা প্রতিনিধি হুমায়ুন আহমেদ, ডেইলি ইন্ডাষ্ট্রির জিহাদ হোসেন, দৈনিক আলোকিত সকালের নজীবুল হোসাইন নেভী, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি সাহিদুজ্জামান সবুজ, উপজেলা প্রেসক্লাবের নারী বিষয়ক সম্পাদিকা ও দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আদ্রিয়া রুম্পা, দৈনিক বাংলাদেশ সমাচার এর বিশেষ প্রতিনিধি এস.এম খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ২১ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
কর্মশালায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সংবাদের নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিকালে এই কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু বলেন, সাংবাদিকতায় যত বেশি যে শিখবে সে ততো বেশি দক্ষ হয়ে উঠবে। আর একজন দক্ষ সাংবাদিক সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সক্ষম হবে। ভালুকা উপজেলা প্রেস ক্লাব দক্ষ সাংবাদিক গড়ে তোলার যে মহৎ কাজটি করছেন এর জন্য ক্লাব নেতৃবৃন্দকে তিনি সাধুবাদ জানান।
আলোচনা শেষে ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রশিক্ষণে অংশ নেওয়া ২১জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন।