ডুমুরিয়ায় হেলদি ভিলেজ ঘোষণার জন্য গণ মনিটরিং সম্পন্ন

মোঃ মোশারফ হোসেন (রূপসা) :
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে নেদারল্যান্ডের অর্থায়নে ম্যাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় জাগ্রত যুব সংঘ( জে জে এস) বাস্তবায়নে ম্যাক্স নিউট্রিওয়াস প্রকল্পের মাধ্যমে ২৩.০৯.২০২১ সকাল ১০ ঘটিকায় ৬ নং ওয়ার্ড জেলেরডাঙ্গা ও বড় ডাঙ্গা সিএসজি হেলদি ভিলেজ ঘোষণার জন্য গণ মনিটরিং সম্পন্ন করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান। তিনি বাড়ি বাড়ি গিয়ে জে জে এস এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তিনি ও তার ছয় সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা জে জে এস এর কাজে খুশি হয়। তিনি বলেন জে জে এস এর গুটুদিয়া ইউনিয়নে কর্মরত কর্মিরা অক্লান্ত পরিশ্রম করেছে। ফলে উক্ত সি এস জি টি স্বাস্থ্যকর গ্রাম অর্জনের জন্য যে ১৭ টি সূচক অর্জন করা প্রয়োজন তা অর্জিত হয়েছে তাই ফলাফল সন্তোষজনক উল্লেখ করে কমিটির সদস্যবৃন্দরা জিলেরডাঙ্গা ও বড় ডাঙ্গা সিএস জি কে হেলদি ভিলেজ ঘোষণার জন্য সুপারিশ করেন। এ সময় কমিটির সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বায়েজিদ হালদার, মিনাক্ষী রায়, বিশংকর সরকার , সিএইচ সি পি দীপান্বিতা মন্ডল, কর্ণ মন্ডল, কৌশিক বিশ্বাস ও এলাকার কিছু গন্যমান্য ব্যাক্তিরা।এছাড়া জে জে এস এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারেফ হোসেন চন্দ্রিকা রায়, প্রনতি কবিরাজ।