ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:৫০ পূর্বাহ্ন   |   সারাদেশ



 জাকির হোসেন  (ফরিদপুর) :

"মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্ততি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ পালিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর)  সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। 

এছাড়া, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আহসিটি) মোঃ সাইফুল কবির, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সহকারি কমিশনার (আইসিটি) তারেক হাসান, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে গোয়ালচামট সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মহড়া অনুষ্ঠিত হয়।