ফরিদপুরে মোটরসাইকেল চোরাই চক্রের আটক ৫

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৫ অপরাহ্ন   |   সারাদেশ


নাজিম বকাউল (ফরিদপুর) : 

ফরিদপুরে চোরাই মোটরসাইকেল চক্রের ক্রয়-বিক্রয়ের মূলহোতা শামীম মাতুব্বরসহ (২১) পাঁচ জনকে আটক করেছে পুলিশ।  রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।  উক্ত ব্রিফিং এ ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।