সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে দুই শিশুর মৃত্যু

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২১, ০৩:৪৮ পূর্বাহ্ন   |   সারাদেশ


এইচ এম ফরিদুল আলম শাহীন (কক্সবাজার) :
কক্সবাজার সদরের  ঝিলংজা পাওয়ার হাউজ বিদ্যুৎ অফিস প্রশিক্ষণ একাডেমির সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে  দুই শিশুর মর্মান্তিক  মৃত্যু হয়েছে  । নিহত   শিশু দুটি পরস্পর আত্মীয়।তারা হলেন,   রাশেদুল করিম এর ছেলে রিয়ান (৮) ও রেজাউল করিম এর ছেলে আবরার (৭)।  বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সন্ধ্যা  সাড়ে ৭ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

জানা গেছে,  রিয়ান (৮) বিদ্যুৎ অফিসের লাইনম্যান রাশেদুল করিম এর ছেলে। আবরার (৭) হচ্ছে রাশেদুল করিম এর  ভাইরা ভাই ব্যবসায়ী রেজাউল করিম এর ছেলে। শিশু দুটি সন্ধ্যায় সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে অসতর্কা অবস্থায় দুজনের মৃত্যু ঘটে। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল গণি কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি  বলেন, বাচ্চা দুটি অবিভাবকদের অগোচরে খোলারছলে সুইমিংপুলে নেমে সাতার কাটছিলো।   সেখানেই এ মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে। 

ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বলেন,শিশু দুটি  সাতার কাটার সময় আশেপাশে প্রাপ্ত বয়স্ক কোন লোক থাকলে এ এধরনের ঘটনা ঘটতো না। অবিভাবকদের অগোচরে শিশু দুটি সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে এ মর্মান্তিক  ঘটনা ঘটে।