ফরিদপুরে পদ্মার পানি ১৬ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সে মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

নাজিম বকাউল (ফরিদপুর) :
টানা বর্ষনে উজানের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ১৬ সে.মি বৃদ্ধি পেয়ে ফরিদপুর অংশের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন ও ডিগ্রীর চর ইউনিয়ন সহ নিন্ম এলাকার বেশ কিছু অংশ বিপদসীমার ২৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন দিনে পদ্মার পানি বৃদ্ধি পাওয়া জেলার ৯ ইউনিয়নের হাজার হাজার পরিবার চরম ভোগান্তিতে পরেছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২৫ সে মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পদ্মা সংলগ্ন ইউনিয়নগুলির নিন্মাঞ্চলগুলির ফসলি জমি, বাড়ি ঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে।