শেষ হলো আন্তঃবাহিনী আজান ও ক্বিরাত প্রতিযোগিতা

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হলো আন্তঃবাহিনী আজান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২২। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১৩ মে) ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। আইএসপিআর জানায়, সমাপনী অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় তিন বাহিনীর প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর দল চ্যাম্পিয়ন এবং নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
আজান প্রতিযোগিতায় সেনাবাহিনীর সার্জেন্ট মো. রিয়াজ উদ্দীন আজানে এবং সার্জেন্ট মো. আনোয়ার হোসেন বিজয়ী হন।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
১০ মে ২০২২ তারিখে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দুই বিভাগেই ১৫ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শফিউল আজম।
এই প্রতিযোগিতার মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।