সীমান্তে হত্যা শূন্যে নেমে আসুক: বিজিবি প্রধান

 প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০১:০৩ অপরাহ্ন   |   সামরিক প্রশাসন


‘সীমান্তে হত্যা বন্ধে কারোই সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কমতি নেই। উভয়পক্ষই চায় এটা শূন্যতে নেমে আসুক।


সব পর্যায়ের বৈঠকেই এ নিয়ে আলোচনা হয়। ’
বুধবার (২৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ারর আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ এ কথা জানান।  

সারাদেশের বিজিবির বিভিন্ন ‘দপ্তর’ পরিদর্শনের অংশ হিসেবে তিনি আখাউড়ায় আসেন বলে জানান।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রশেন ভবন নির্মাণ কাজ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, সীমান্ত সংক্রান্ত কিছু আইন রয়েছে। এগুলো উভয় দেশকেই মানতে হবে।

বিজিবি প্রধানকে বন্দরের নো-ম্যানসল্যান্ড স্বাগত জানান বিএসএফ। এ সময় দুইপক্ষের মধ্য উপহার হিসেবে গাছ বিনিময় হয়।

সামরিক প্রশাসন এর আরও খবর: