সাংবাদিক মোঃ দিদার হোসেন পিন্টুর মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে
 
                                                                সাংবাদিক মোঃদিদার হোসেন পিন্টুর মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে
সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট নাট্যকার,পরিচালক, প্রযোজক, বেলাব বাজারের বিশিষ্ট  ব্যাবসায়ী মোঃদিদার হোসেন পিন্টু মেয়ে তোহরাহ হোসেন পৃথিবী  এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে।
তোহরাহ হোসেন পৃথিবী  নরসিংদী  জেলার বেলাব উপজেলার পাইলট মডার্ন মডেল হাই স্কুল   থেকে ২০২১ সালের নভেম্বর মাসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
 এর আগে পৃথিবী একই বিদ্যালয় থেকে ২০১৮ সালের নভেম্বর মাসে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে A + পেয়েছিলো এবং ২০১৫ সালে বেলাব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে   পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-5 পেয়েছিলো এবং বৃত্তি পেয়েছিল। এ সফলতা ধরে রেখে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে পৃথিবীর বাবা,মোঃ দিদার হোসোন পিন্টুও মাতা সোমা আক্তার সকলের দোয়া কামনা করেন।
 
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                   
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        