মেয়েদের আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই

 প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৩:৪৫ পূর্বাহ্ন   |   খেলাধুলা


২০২৩ সাল থেকে মেয়েদের আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। ছয় দল নিয়ে আয়োজিত হবে ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্টটি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিসিআই কর্তা সৌরভ গাঙ্গুলি।


‘বিষয়টি (মেয়েদের আইপিএল) এখনও এজিএম কর্তৃক অনুমোদিত নয়। আমরা পরিকল্পনা করেছি সামনের বছর থেকে শুরু করার। আশা করি আমরা সফল হব।’

মেয়েদের আইপিএলে ফ্র‍্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জের তিন ফ্র‍্যাঞ্চাইজিকে শুরুতে সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। তবে তারা আগ্রহী না হলে নতুন ফ্র‍্যাঞ্চাইজি খোঁজা হবে বলেও জানিয়েছে বোর্ডটি।