ইনস্টাগ্রামে তাসকিনের ভিডিও নিয়ে তামিমের রসিকতা

 প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০২:৪৩ অপরাহ্ন   |   খেলাধুলা


সংবাদ সম্মেলনে তামিম ইকবালের সঙ্গে চনমনে মেজাজে হাজির ছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ও সিরিজ সেরা তাসকিন আহমেদ। গত বছর দেড়েক ধরে তাসকিনের কঠোর পরিশ্রমের কথা কম-বেশি সবারই জানা। বিষয়টি নিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়। প্রতিউত্তরে তিনি হাসিমুখে করলেন রসিকতা। একইসঙ্গে জানালেন বাস্তবতা।

‘‘তাসকিনের কঠোর পরিশ্রম আপনারা এই কারণেই দেখেন যে ও ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেয়। আমার কাছে মনে হয় সবাই কঠোর পরিশ্রম করে। অন্যান্য ফাস্ট বোলার যারা আছে সবাই কঠোর পরিশ্রম করে। তাসকিন দারুণ বোলিং করেছে। তবে মোস্তাফিজ ও শরিফুলকে ভুলে যাওয়ার সুযোগ নেই। তারা আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।’’

ইনজুরি ও ফর্মহীনতায় হারিয়ে যেতে বসা তাসকিন আহমেদ এখন বাংলাদেশ দলের পেস আক্রমণের অগ্রণী সেনানী হয়ে উঠেছেন। কঠোর পরিশ্রমের ফলেই মিলেছে এমন সাফল্য। তাসকিন যে আগের চেয়ে বদলে গেছে সেটিও জানালেন টাইগার ওপেনার, ‘বছর খানেক ধরে তার পরিবর্তন এসেছে। আশা করি সে এটা অব্যাহত রাখবে। আমি যখন মাঝে মাঝে (পরিশ্রম) করতে চাই না, ও আমাকে টেনে নিয়ে যায়। সে এমন স্বভাবের মানুষ।’

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাসকিন মাত্র ১৪ গড়ে ৪.৮৬ ইকোনমি রেটে ৮ উইকেট শিকার করেন তাসকিন। প্রথম ম্যাচে ৩৬ রান খরচায় পান ৩ উইকেট। শেষ ওয়ানডেতে ৩৫ রান দিয়ে ৫ উইকেট দখল করে প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার তছনছ করে দেন। গোটা সিরিজে ২৩ ওভারের ভেতর ডট বল করেছেন ৯১টি।