এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স ও ল্যাব এইড ডায়াগনস্টিকএর যৌথ উদ্যোগে সৌজন্যমূলক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০১:৩৮ পূর্বাহ্ন   |   সোস্যাল মিডিয়া





বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১ উপলক্ষে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ ও ল্যাব এইড ডায়াগনস্টিক, গুলশান এর যৌথ উদ্যোগে আজ সোমবার ১৫ নভেম্বর, ২০২১খ্রিঃ তারিখে কোম্পানীর প্রধান কার্যালয়ে সৌজন্যমূলক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ল্যাব এইড ডায়াগনস্টিক এর পক্ষ থেকে কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীদের রক্তের গ্লুকোজ নির্ণয়, উচ্চতা ও ওজন পরিমাপ, রক্তচাপ পরিমাপ, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় খাদ্য গ্রহণের বিষয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ প্রদান করা হয়। সর্বোপরি প্রত্যেক অংশগ্রহণকারীকে আলাদাভাবে খাদ্য তালিকা নির্ণয় করে দেয়াসহ ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কীয় প্রোফাইল তৈরী করে দেয়া হয়।