স্মৃতির পাতায় স্কুল জীবন

দূর অতীত কে জীবন্ত করে বর্তমানকে ভুলিয়ে দিতে চায় স্মৃতি । গতিময় জীবনে সামনে ক্রমাগত এগিয়ে চলার সময় পেছন ফিরে তাকাতে ভালো লাগে । ভালো লাগে অতীতের স্মৃতিচারণ করতে । স্মৃতিচারনে যে অধ্যায়টি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় তা হল আমার স্কুল জীবন । স্কুল জীবনের স্মৃতি অমার জীবনের অনেক খানি জায়গা জুড়ে আছে । স্মৃতিটুকু আছে আনন্দের উৎস হয়ে ।
বর্তমানে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও খুব মনে পড়ে স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলো । ইচ্ছে করে আবার ফিরে যাই সেই স্কুল জীবনে ।
স্কুলের স্মৃতিময় দিন দিনগুলোর কথা ভাবলেই মনে পড়ে খোলা আকাশের নিচে মাঠের সেই রোমাঞ্চকর পিটিগুলোর কথা ।
খুব মিস করি বিরক্তিকর সেই স্কুল ড্রেসটাকে , সাইকেল করে স্কুলে যাওয়া , স্কুলের বাহিরে দেখা করিছ তোর খবর আছে'এই আওয়াজ মারা...। 'স্যার, ম্যাডামের সুন্দর সুন্দর নাম গুলোকে ! ক্লাসে বাড়ির কাজ না করে যাওয়া এবং বলা 'স্যার, ভুলে বাসায় ফেলে আসছি..! 'টিফিন টাইমের অপেক্ষা করা ।
সবথেকে বেশি মিস করি স্কুল শেষ করে বাড়িতে ফিরে ফোনে রাতের আড্ডা গুলোকে , কেঊ স্কুলে না আসলে তাকে ফোন দেওয়া , মেসেজ করা ইত্যাদি ।
স্কুলের ভারি ব্যাগ ছিল আমার জন্য কষ্টদায়ক, আজ আমার ইউনিভার্সিটি ব্যাগে তেমন কোনো ভার নেই । কিন্তু আমি ফিরে পেতে চাই স্কুলের সেই ভারি ব্যাগটাই । হ্যা আজ পেছনের দরজাটা আমার জন্য সবসময় খোলা । ভালো না লাগলে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে পারি । এই দিনটির অপেক্ষা করেছি পুরো স্কুল জীবন, তবে আজ আমি ফিরে পেতে চাই স্কুল জীবনের সেই দিনগুলো যখন শুধু কথা বলার অপরাধে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকতে হতো ।
বন্ধুদের সাথে মান অভিমান, রাগ অনুরাগ থাকাটা অসম্ভব কিছু না । স্কুল জীবনে সেই মান অভিমান,ঝগড়া আর মারামারি গুলোকে খুব মিস করি । হোমওয়ার্কের ভয়ে ক্লাস ফাঁকি দিয়ে বাহিরে কাটানো সময় গুলোকে খুব মিস করি । পানি খাওয়ার কথা বলে সাড়া স্কুল ঘুরে আসা সময় গুলোকে খুব মনে পড়ে।
মনে পড়ে ,স্কুল লাইফের সেই বৃহস্পতিবার এর অপেক্ষার কথা । যার অপেক্ষায় পাঁচ দিন বসে থাকতাম, কারণ বৃহস্পতিবার হাফ ক্লাস এবং পরে একদিন বন্ধ পাওয়া যেত এখন বৃহস্পতিবার আছে ঠিকই কিন্তু আগের মত সেই অনুভূতিটা নেই ।
সময় কারও জন্য অপেক্ষা করে না । স্বপ্নের টানে আর উজ্জ্বল ভবিষ্যতের আশায় আজ আমরা সবাই ভিন্ন ভিন্ন শহরে ।
স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে এসেছি ঠিকই, স্কুল মায়া ছাড়তে পারেনি । স্কুল জীবনে যখন খুব করে চাইতাম স্কুল জীবনটা শেষ হয়ে যাক, শুরু হোক কলেজ জীবন, আজ তার থেকেও অনেক বেশি করে ফিরে পেতে চাই স্কুল জীবনকে । মাধ্যমিক শিক্ষা জীবন এমন একটা সময় যা হারিয়ে যাওয়ার আগে উপলব্ধি করা যায় না । আমার জীবনে মাধ্যমিক শিক্ষাস্তরের প্রতিটি অধ্যায় স্মৃতিময় হয়ে আছে । যদি সত্যিই ফিরে যাওয়া যেত, তবে আমি ফিরে যেতাম আমার স্কুল জীবনে ।
পরিশেষে সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শত সহস্র শ্রদ্ধা প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটির প্রতি।
( অশ্রু মল্লিক : শিক্ষার্থী , জগন্নাথ বিশ্ববিদ্যালয়)