ফুটপাতে দাঁড়িয়ে পিৎজা খেতে হলো ব্রাজিলের প্রেসিডেন্টকে!

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৯ অপরাহ্ন   |   সোস্যাল মিডিয়া





কোভিড-১৯ এর টিকা না নেওয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোকে চলতি সপ্তাহে নিউ ইয়র্ক শহরের ফুটপাতে দাঁড়িয়ে পিৎজা খেতে দেখা গেছে। শহরটিতে এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে, তাতে যোগ দিতেই তিনি সেখানে গেছেন। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের এ শহরে টিকা না নেওয়া বাসিন্দা ও পর্যটকদের চার দেয়ালের ভেতর কোনো রেস্তোরায় খেতে নিষেধাজ্ঞা দেওয়া আছে। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর আগেই তিনি নিউইয়র্ক পৌঁছান।

সোমবার ব্রাজিলের পর্যটনমন্ত্রী মাচাদো নেতোর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বোলসোনারোকে তার প্রতিনিধি দলের কয়েকজনের সঙ্গে ফুটপাতে দাঁড়িয়ে খেতে দেখা যায় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। ইনস্টাগ্রামে দেওয়া ওই ছবির সঙ্গে লেখা ছিল, ‘চলো, কোকাকোলার সঙ্গে পিৎজা খাই।’


ইউরোপীয় ইউনিয়ন ও প্রভাবশালী অর্থনীতির ১৯টি দেশের ফোরাম জি২০-র নেতাদের মধ্যে এখন পর্যন্ত বোলসোনারোই একমাত্র নেতা যিনি টিকা নেননি। গত বছর কোভিড-১৯ এর সঙ্গে লড়াইয়ের কথা বলে নিজের সিদ্ধান্তের পক্ষে বারবার সাফাইও গেয়ে যাচ্ছেন তিনি। তিনি বলেছিলেন, ‘কেন টিকা নেবো? অ্যান্টিবডির জন্য, তাই না? আমার অ্যান্টিবডির মাত্র অনেক বেশি। নিউইয়র্ক টাইমস জানায়, মাত্র এক সপ্তাহ আগেও তিনি এমন কথা বলেছিলেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া সাধারণ পরিষদের অধিবেশনে টিকা না নেওয়াদেরও প্রবেশাধিকার দিয়েছে জাতিসংঘ। এবারের অধিবেশন শুরুই হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব্যের মধ্য দিয়ে।



অপরদিকে, টিকা না নেওয়া বোলসোনারোর ফুরফুরে মেজাজে নিউ ইয়র্কে ঘুরে বেড়ানো দেখে খেপেছেন শহরটির মেয়র বিল ডি ব্লাসিয়ো। ব্রাজিলের প্রেসিডেন্টের এভাবে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ারও সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, ‘আপনি যদি এখানে আসতে চান, তাহলে আপনার টিকা নেওয়া দরকার। আর যদি টিকা নিতে না চান, তাহলে এখানে আসার কথা ভাববেন না। কেননা সবাইকে একসঙ্গেই নিরাপদে থাকতে হবে।’