অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং বেতন -ফি মওকুফের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র সমাবেশ

আজ ১২ আগস্ট ’২১ বিকাল ৪ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক-রাশেদ শাহরিয়ার। প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক -রাফিকুজ্জামান ফরিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী।
সভাপতির বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় দেড় বছর ধরে বন্ধ। সরকারের পক্ষ থেকে খোলার কোন উদ্যোগই চোখে পড়ছে না। কারখানা, শপিং মল, দোকানপাট সবকিছু খোলা। বন্ধ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৫ কোটি শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চিত। প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী এরই মধ্যে ঝরে পড়েছে। শিক্ষার্থীদের মাঝে হতাশা বাড়ছে। তারা আর্থিক-মানসিক-পারিবারিক-সামাজিক সংকটে দিনাতিপাত করছে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম, সরকার বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীদের সংকট নিয়ে একদমই চিন্তিত নন। বরং সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে ফায়দা হাসিলে ব্যস্ত। তারা জানে, শিক্ষা মানে জ্ঞান, শিক্ষা মানে প্রতিবাদ। তাই যতটুকু শিক্ষা থেকে বঞ্চিত রাখা যায়, ততটুকুই সরকারে লাভ।”
তিনি আরও বলেন, “ করোনা মোকাবেলায় দরকার ভ্যাকসিন। কিন্তু সরকার তা নিশ্চিত করতে পারছে না। আমরা বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি করেছি। সরকার বলেছে ভ্যাকসিন নিশ্চিত করেই খোলা হবে। কিন্তু শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করতে এখন পর্যন্ত বিশেষ কোনো উদ্যোগ উদ্যোগ নেয়া হয়নি। তাই আমাদের দাবি- ভ্যাকসিন নিশ্চিত করে সেপ্টেম্বর মাসের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পরিবারগুলো ভয়ানক আর্থিক সংকটে আছে। অনেকে আয়মূলক কাজের সাথে যুক্ত হতে বাধ্য হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বেতন -ফি মওকুফ করা হয়নি। এটা নিঃসন্দেহে অন্যায্য ও শিক্ষাবিরোধী সিদ্ধান্ত।”
সমাবেশ থেকে সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের উদ্দেশ্যে ২ দফা দাবি তুলে ধরা হয়-
১. শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় করোনা ভ্যাকসিন নিশ্চিত করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও।