পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন পিটার হাস

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন   |   জাতীয়


পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।


রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়েছে।


পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠকের বিষয় সম্পর্কে এখনো জানা যায়নি। তবে একটি সূত্র জানায়,  যুক্তরাষ্ট্রে নতুন শ্রম নীতি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।


প্রসঙ্গত, ১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। এর আগে গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। তবে তিনি স্বাভাবিক ছুটিতে থাকলেও এটা নিয়ে নানা-আলোচনা হয়।



জাতীয় এর আরও খবর: