কোটা আন্দোলনে সংঘর্ষ-প্রাণহানি: তদন্তে বিচার বিভাগীয় কমিটি

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:১০ অপরাহ্ন   |   জাতীয়


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি করছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, প্রধানমন্ত্রী বুধবার (১৭ জুলাই) এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দায়িত্ব দিয়ে এ কমিটি গঠনের প্রস্তাব প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। আশা করি, তিনি বিষয়টি বিবেচনায় নেবেন।  

কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে  মঙ্গলবার (১৬ জুলাই) থেকে ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজনের প্রাণহানি হয়েছে।  

জাতীয় এর আরও খবর: