আনোয়ারা খানম এর কবিতা "কাছে পেতে চাই"

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০১:৫৫ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি




"কাছে পেতে চাই" 
আনোয়ারা খানম 


আল্লাহ  তোমার দ্বিদার লাভে
যাব কত দূর!
কোরআন-হাদিস,মক্কা মদিনা
পথ যে বহুদূর!!
হৃদ-মাঝারে দয়াল তোমার
পাই যদি সন্ধান
ধন্য হবে জীবন প্রভু 
ধন্য সারে জাহান।
পাপ- পূণ্যের হিসাব দয়াল
সবই তোমার হাতে,
আমি অধম স্মরি তোমায়
সদা দিনে রাতে।
তোমার সৃষ্ট জগৎ -সংসার
সবই ভালোবাসি, 
সৃষ্টির  মাঝে  বিরাজ করছো
বিশ্বাস  রাশি রাশি।
সৃষ্টির  সেবায় আমরা সদা
রত থাকতে চাই,
এ ভাবেই প্রভু তোমায় 
যেন কাছে পাই।

আনোয়ারা  খানম
 মিরপুর,ঢাকা, ৭ এপ্রিল,২০২২।