নবপ্রভা, সৃজনশীল তোমার খোঁজে...২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান
১লা এপ্রিল রোজ শুক্রবার শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে নবপ্রভা, সৃজনশীল তোমার খোঁজে...২০২১ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন মহান জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নূর-ই-আলম চৌধুরী (লিটন) এমপি।
সারা বিশ্ব যখন করোনা কালীন সময়ে থমকে গিয়েছিল তখন শিবচরে অলস বসে না থেকে মানুষের সৃজনশীলতা কে সামনে আনার জন্য নবপ্রভা এই প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করে। পাঁচটি ক্যাটাগরিতে মোট ৩২জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এর মাঝে সেরাদের সেরা ৮ জন, সেরা ৮ জন ও দ্বিতীয় ১৬ জন।
শিবচরে এই প্রথম বারের মতো নবপ্রভা তিন জন গুনি ব্যাক্তিকে ৩ টি ক্যাটাগরিতে আজীবন সন্মাননা প্রদান করেন। সংগীতে শিবশংকর দাস, স্কাউটে মোঃ কবির উদ্দিন এবং ক্রীড়া(ফুটবল) মানিক লাল দে। এই সময় জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ বলেন আজ শিবচর একটি আধুনিক শিক্ষা ও শিল্প সাহিত্যের নগরী হয়ে উঠেছে। এই শিল্প সাহিত্যের নগরীতে যুক্ত হলো নবপ্রভা। নবপ্রভা'র জন্য সব সময় শুভ কামনা রইল।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ এর সহধর্মিনী জিনাত পারভীন চৌধুরী, সংসদ সদস্য ড.মঞ্জর চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুনির চৌধুরী, ফিরোজ করিম চৌধুরী, ড্রাগ ইন্টারন্যাশনালের পরিচালক আনোয়ারা হোসেন নিপা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহরিয়ার হাসান খান (রানা)।