ছেলের জন্য আদালতে যাচ্ছেন শাহরুখ-গৌরী

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৫:৫৩ অপরাহ্ন   |   বিনোদন


বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার রয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) আবারও তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ নিতে আদালতে যাচ্ছেন শাহরুখ ও তার স্ত্রী গৌরী খান।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুনানিতে অংশ নিতে আদালতের উদ্দেশ্যে মান্নাত থেকে রওনা হয়েছেন শাহরুখ ও গৌরী। বুধবারের শুনানিতে আরিয়ানের জামিনের জন্য লড়বেন অ্যাডভোকেট অমিত দেশাই। এর আগে ‘হিট অ্যান্ড রান’ মামলায় সালমান খানের জামিন করিয়েছিলেন তিনি।

গত ১১ অক্টোবর মুম্বাই সেশন আদালতে আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আদালতের কাছে আরো সময় চাইলে করলে ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

গত ২ অক্টোবর রাতে একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আট জনকে আটক করে এনসিবি। প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের দায়ে আটক করা হয় তাদের। এরপর টানা ১৬ ঘণ্টা জেরার পর তাদের গ্রেফতার করে এনসিবি।