ঢাবির আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক ড. সীমা জামান

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৪:১৯ অপরাহ্ন   |   শিক্ষা


 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. সীমা জামান।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে অধ্যাপক ড. সীমা জামান বলেন, আমি ভারপ্রাপ্ত ডিন হিসেবে গত ২৪ এপ্রিল যোগদান করেছি।


 
প্রসঙ্গত, আইন অনুষদের নির্বাচিত ডিন অধ্যাপক রহমত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় ডিনের পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়।