খুবির চেতনা-৭১ এর নেতৃত্বে উজ্বল- আল মাহদি
স্বদেশী ভাবনায়, স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ সংগঠন চেতনা-৭১ খুলনা বিশ্ববিদ্যায়ের কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল সরদার এবং সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আল- মাহদী।
শুক্রুবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯.৩০ মিনিটে আদিবুজ্জামানের সঞ্চালনায় চেতনা-৭১ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনলাইনে অনুষ্ঠিত হয়।উক্ত কমিটি ২০২১-২০২২ সেশনে কাজ করবে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে তারেক মাহমুদ জিম যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ আল সাকিব , সাংগঠনিক সম্পাদক পদে রেজওয়ান আহবেন,অর্থ- সম্পাদক পদে দেওয়ান ফাতেমাতুজ জোহরা , সহ- অর্থ সসম্পাদক পদে আব্দুর রাকিব, দপ্তর সম্পাদক পদে কাজি তানভির, প্রকাশনা ও সহ-প্রকাশনা সম্পাদক পদে মাসুদ রানা ও নাজমুস সাকিব , প্রচারণা সম্পাদক পদে আসিফ ইনজামাম হৃদয়, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে রাজিব হোসাইন এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাসেল,মুহিব্বুল্লাহ, মেহেতা। সাবেকদের মধ্যে সৌরব রায় সংগঠন চালানোর জন্য যাবতীয় দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি তার সময় এর সংগঠন চালাতে যে চড়াই-উতরাই পেরুতে হয় তার বর্ননা দেন। সবশেষে নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানায়। এছাড়াও সদ্য বিদায়ী সভাপতি আদিবুজ্জামান নতুন কমিটির সকল সদস্যকে আগামীর জন্য শুভকামনা জানিয়ে সংগঠনকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।
নব-নির্বাচিত সভাপতি বলেন, আসলে পদ বলতে কিছু না দায়িত্ব সবারই।আমরা সবাই একত্রে কাজ করে সংগঠনকে উচ্চমাত্রায় নিয়ে যাবো। এছাড়া তিনি কমিটির সকলের সহযোগিতা কামনা করে তার বক্তব্য শেষ করেন