নিরাপদ সড়কের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০২:৩২ অপরাহ্ন   |   শিক্ষা




তারিক সাইমুম (ইসলামী বিশ্ববিদ্যালয়): 
নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।


মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রায়হান বাদশা রিপন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাহমুদুল হাসান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মেহেদী রাফি'সহ প্রমুখ। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইবি শাখা ছাত্র মৈত্রী'র সভাপতি আব্দুর রউফ ও ছাত্র ইউনিয়নের সভাপতি জিকে সাদিক।

মানববন্ধনে শিক্ষার্থীদের দাবিসমূহ, ঝিনাইদহ থেকে ক্যাম্পাস পর্যন্ত মহাসড়ক দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল কৃত সকল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে বলে দাবি জানান তারা।