ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
তারিক সাইমুম (ইসলামী বিশ্ববিদ্যালয়) :
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন, শোকর্যালি, পুষ্পস্তবক অর্পণ ও কুইজ প্রতিযোগিতা মধ্যদিয়ে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ও স্ব স্ব হলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পতাকা উত্তোলনের জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় সাথে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। একই সাথে স্ব স্ব হলের আবাসিক শিক্ষকদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন হল প্রভোস্টগণ।
পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে এক শোকর্যালি বের হয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গনে শেষ হয় র্যালিটি। এরপর বেলা ১০টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যাল প্রশাসন, বিভিন্ন হল, বিভাগ, বিভিন্ন সমিতি, ফোরাম, বিভিন্ন পেশাজীবি, সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের হল রুমে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের পাশ্ববর্তী স্থানে 'অভয়ারণ্য ও পাখি চত্বর' এর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।
উল্লেখ্য, এর আগে রাতের প্রথম প্রহরে ( রাত ১২টা ১ মিনিটে) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীন মিনার ও মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে মোমবাতি প্রজ্বলন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।