সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের প্রয়াণে জাবি উপাচার্যের শোক
জাবি প্রতিনিধি
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মো. একাব্বরহোসেন-এর প্রয়াণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার(১৮ নভেম্বর) এক শোক বার্তায় উপাচার্য বলেন, বীরমুক্তিযোদ্ধা সংসদ সদস্য মো. একাব্বর হোসেন জনপ্রিয়রাজনীতিবিদ ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের এ রাজনীতিবিদ আইন প্রণয়ন ও জনকল্যাণে প্রশংসনীয় অবদান রেখেছেন।এলাকার উন্নয়নে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।উপাচার্য প্রয়াত সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, গতকাল দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।