হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৫:০১ অপরাহ্ন   |   শিক্ষা


শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এসময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস গলিতে আটকে রাখে তারা।


বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা থাকলেও তা নেওয়া হচ্ছে না। হাফ ভাড়া দিতে গেলে বাসের চালক ও সুপারভাইজাররা খারাপ ব্যবহার করেন। এজন্য গাড়ি আটকে রাখা হয়েছে।

তারা জানান, বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে। হাফ ভাড়া নেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বাস ছাড়া হবে না।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও এখন পর্যন্ত কোন ভাঙচুরের ঘটনা ঘটেনি।