ঢাবি 'চ' ইউনিটের ফল প্রকাশ রোববার

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০৭:০২ অপরাহ্ন   |   শিক্ষা



 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটর প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল রোববার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় প্রকাশ করা হবে।

শনিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চু্যয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

দেশের আটটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে ঢাবি 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।