বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইউসিবির চুক্তি

 প্রকাশ: ২৬ মে ২০২২, ০৫:৫২ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সাপোর্টিং পোস্ট করোনা-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টের (এসপিসিএসএসইসিপি) আওতায় পুনঃঅর্থায়ন বিষয়ক চুক্তি সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

সম্প্রতি ওই দুই ব্যাংকের মধ্যে এ চুক্তি সই হয়।


এ চুক্তির আওতায় ইউসিবি কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ দেবে।  

ইউসিবির পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যাংকটির নির্বাহী পরিচালক মিস নুরুন্ নাহার চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের, এডিবির ডং ডং জাং, বাংলাদেশ ব্যাংকের জিএম ও এসএমইএসপিডি জাকের হোসেন, ইউসিবির এসএমই প্রধান মো. মহসিনুর রহমান প্রমুখ।