রংপুর চেম্বারের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২ অনুষ্ঠিত
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ‘‘বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২’’ চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ড এর আওতাভূক্ত ০৩ (তিন) জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার ও এফবিসিসিআই এর পরিচালক এবং রংপুর চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রংপুর মহানগরীর কাছনা তকেয়াপারের বীরঙ্গনা মনছুরা বেগম, রংপুরের পীরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, রংপুরের কাউনিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম মোল্লা-কে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে উত্তরীয় পরিধান, ক্রেষ্ট ও উপঢৌকন প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তরুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার লক্ষ্যে সম্মাননা প্রাপ্ত ৩ জন মুক্তিযোদ্ধার ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের পরিচালক মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, রংপুর চেম্বারের সাধারণ সদস্য ও রংপুর কারমাইকেল কলেজের সাবেক ভিপি মোঃ আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিটের কমান্ডার ও এফবিসিসিআই এর পরিচালক এবং রংপুর চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তা খাতুন, পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিসা ফারজানা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনে উদ্বুদ্ধ হয়ে বাংলার দামাল ছেলেরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বক্তারা অসা¤প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত ও সমৃদ্ধ করার আহŸান জানান। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা শুধু কথার ফুলঝুরিতে না রেখে, মুক্তিযুদ্ধের চেতনা যাতে রাষ্ট্র এবং সমাজ জীবনের সর্বত্র প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে সকলকে সোচ্চার হওয়ার আহাবন জানান।
প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে জাতির পিতার সোনার বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহŸান জানান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ একটি দেশ। দেশ আজ মুক্তিযুদ্ধের চেতনায় ২০২১ ও ২০৪১ রূপকল্প নিয়ে দ্রæত গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, বাংলাদেশকে ভালবাসতে হলে আগে মুক্তিযুদ্ধকে হৃদয়ে লালন করতে হবে-তবেই দেশপ্রেম জাগ্রত হবে। তাই তিনি তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন ও ধারন করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। পরিশেষে রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতা থেকে বিগত কয়েক বছর থেকে মুক্তিযোদ্ধাদের যে সম্মাননা প্রদান করে আসছে সে জন্য তিনি রংপুর চেম্বার পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সবসময়, এই চেতনা কোনো খÐিত বিষয় নয়। তাই তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ ও লালন করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট এর আওতাভূক্ত মুক্তিযোদ্ধাগণ, চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, সাবেক কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।