চট্টগ্রাম কাস্টমসে বিলাসবহুল গাড়ি সহ ১২৮ লটের নিলাম ১৭ অক্টোবর।

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১২:৫৭ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


জাহেদ কায়সার ( চট্টগ্রাম ):

       বিলাসবহুল গাড়ি সহ  ১২৮ লটের  পণ্য বিসাল নিলাম ডেকেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।   এ নিলামে   মার্সিডিজ বেঞ্জ,  টয়োটা ল্যান্ড ক্রুজার,ভক্সওয়াগন, টয়োটা প্রবোকস, এক্সিও, পিকআপ, মাইক্রোবাস, সিএনজি, ক্রেণ ইত্যাদি  অন্যান্য পণ্যের মধ্যে   আছে বিপুল পরিমাণে ফেব্রিক, টেক্সটাইল কেমিক্যাল, ড্রাগন ফল, জুস, কসমেটিকস, চশমার ফ্রেম, গাড়ির পার্টস, সাইকেলের পার্টস, বিভিন্ন ধরনের জুতা ইত্যাদি।
আগামী ১৭ অক্টোবর রবিবার চট্টগ্রাম ও ঢাকায় একযোগে ১২৮ লট পণ্যের নিলাম এই নিলাম অনুষ্ঠিত হবে। ১০ অক্টোবর  থেকে নিলামের দরপত্র ও ক্যাটালগ বিক্রি শুরু হয়েছে। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। 
এসব পণ্যের নিলামের দরপত্র ও ক্যাটালগ সংগ্রহ করা যাবে সরকারি নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম কর্পোরেশন এর স্ট্র্যান্ড রোডের মাঝিরঘাটস্থ প্রধান কার্যালয়ে এবং বন্দর স্টেডিয়াম এর বিপরীতে কাস্টম অকশন শেড থেকে। এছাড়া ঢাকার দরদাতারা ৮০, মতিঝিল বাণিজ্যিক এলাকার ঠিকানা থেকেও ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন।
নিলামের পণ্যগুলো সচক্ষে দেখা যাবে  ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। নিলামের ক্যাটালগ ও দরপত্র জমা দেওয়া যাবে ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত।
দরপত্রগুলো জমা দেওয়া যাবে চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখায় ও চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে। এছাড়া ঢাকার কাকরাইলে অবস্থিত শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার (সদর) এর দপ্তরেও ঢাকার দরদাতারা দরপত্র জমা দিতে পারবেন। ১৭ অক্টোবর দুপুর আড়াইটায় চট্টগ্রাম ও ঢাকায় একযোগে নিলামের বাক্স খোলা হবে।
নিলামের বিষয়ে নিলাম পরিচালনাকরী প্রতিষ্ঠান মেসার্স কে এম কর্পোরেশন এর ম্যানেজার (নিলাম শাখা) মোহাম্মদ মোরশেদ  জানান, ‘এবারের চলতি বছরের ১৮ নম্বর নিলামে ১২৮ লট পণ্য নিলাম প্রক্রিয়ায় বিক্রির জন্য ক্যাটালগ ও দরপত্র বিক্রি করা শুরু হয়েছে। এ নিলামে কিছু  মেগা লটও রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্রান্ডের দামি গাড়িও আছে। আগ্রহী দরদাতারা পণ্যগুলো পূর্বেই দেখে নেয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১৭ অক্টোবর প্রতিযোগিতামূলক একটি নিলাম চট্টগ্রাম ও ঢাকায় একযোগে অনুষ্ঠিত হবে।