কামাল আতাতুর্কের সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১০:০৮ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


তুরস্কের আঙ্কারায় তুর্কি জাতির পিতা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তীতে সমাধিস্থলে ভিজিটর’স বইতে মন্তব্য লিখেন।  এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের সরকারের স্থানীয় প্রশাসনের এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে ২৩ এপ্রিল তুরস্ক সফরে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সেখানে ২৯ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন। এ সময় পর্যন্ত অথবা প্রধান বিচারপতি পুনরায় নিজ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি। তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড.জুহতু আর্সানালের আমন্ত্রণে ২৫ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তাদের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে অংশ নিতে প্রধান বিচারপতি তুরস্ক সফরে যান।


অপরাধ ও আইন এর আরও খবর: