বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মাহবুবুরের আরও ১ বছর

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান হিসেবে আরও এক বছর থাকছেন প্রকৌশলী মো. মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমানের অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দ্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্ডার, ১৯৭২ এর ধারা-৪(১) ও ধারা-৫(১) অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।