গৃহয়ান ও গনপূর্ত সচিব হিসেবে পূনরায় এক বছর মেয়াদ বৃদ্ধি পাওয়ায় শহীদ উল্লা খন্দকারকে অভিনন্দন ও শুভেচ্ছা

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪১ অপরাহ্ন   |   মন্ত্রনালয়


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করেছে সরকার।  গৃহয়ান ও গনপূর্ত সচিব হিসেবে পূনরায়  এক  বছর মেয়াদ বৃদ্ধি পাওয়ায়  শহীদ উল্লা খন্দকারকে  এফএনএনবিডি২৪.কম এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। 


জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার  স্বাক্ষরিত এক আদেশে জানায়, মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বৃদ্ধিপূর্বক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে আগের চুক্তির শর্তগুলো অপরিবর্তিত রেখে ফের চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করেছিলো সরকার। 
চাকরির মেয়াদ শেষ হওয়ায় এর আগে অসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ২০১৭ সালের ১৭ আগস্ট তাকে সচিবপদে চুক্তিভিত্তিক নিয়োগ করে দুই বছরের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল।